পশুদের কোন ধর্ম লাগেনা। সে যা খুশী করতে পারে। পৃথিবীতে ধর্ম এসেছে মানুষের জন্যই। পৃথিবীতে ধর্মহীন মানুষের সংখ্যা নেহায়েত কম নয়। বস্তুত যার কোন ধর্ম নেই সে পশুর সমতুল্য ।কারণ তার কোন পরকাল নেই।কৃত কর্মের হিসাব নিকাশের ভয় নেই।ভাল মন্দ বিবেচনা নেই।
যারা শুধু ইহকাল বিশ্বাস করে -তারাও মনে করে সুন্দর জীবনের জন্য -আত্মার শান্তির জন্য -পাপাচার রোধ করার জন্য ধর্ম চর্চার প্রয়োজন। এতে আ্ত্মশুদ্ধি হয় । আর যারা পরকালকে বিশ্বাস করে -তারা মনে করে দুনিয়ার জীবনেই তাদের শেষ নয়। দুনিয়া ক্ষণিকের কিন্তু আখেরাতের জীবন অনন্ত কালের। তাই দুনিয়ার জীবনের মাঝে তাদের পরকালিন জীবনের পুজি তৈরি করে নিতে হবে।
পৃথিবীতে যে কটি উল্লেখযোগ্য ধর্ম আছে তার মধ্যে - ইহুদী ,খৃষ্ট ,মুসলিম ,হিন্দু , বৌদ্ধ, জৈন -বাহাই -অন্যতম -তাদের কোন ধর্মেই মানুষকে খারাপ হতে প্রেরণা দেয়না। খুন ধর্ষণ ঘুষ দুর্নীতি পরের সম্পদ ভোগ মানুষকে কষ্ট দেবার কথা কোন ধর্মেই বলেনা -তাহলে মানুষ কেন এত পাপে জড়ায় ? সব পাপ কি অধার্মিকেরা করে ?
উত্তরটা খুব সহজ। মানুষ তার নিজ ধর্মে বুঝেনা অথবা না বুঝে পালন করে এ জন্য পৃথিবীতে এত পাপ।
আপনি আইন করে কখনও পৃথিবী থেকে অপরাধ নির্মূল করতে পারবেন না -কারণ এক এক দেশের আইন এক এক রকম। কিন্ত আপনি যদি ধার্মিক হউন কিংবা ধর্ম মানেন তাহলে পৃথিবীর সকল দেশেই আপনার জন্য একই আইন।সেটা যে ধর্মের কথা বলেন না কেন। যদি আপনি ধর্মীয় অনুশাসন মেনে চলতে পারেন তাহলে আইন প্রয়োগের জন্য আপনাকে রাস্তায় নামতে হবেনা।
বস্তুত আইন পরিবর্তিত হয় শাসক গোষ্টীর খেয়াল খুশী মত। তাই এসব মনগড়া আইন -আপনার পারিবারিক সামাজিক কিংবা রাষ্ট্রীয় কোন কাজে শান্তি দিতে পারছে না -ফলে আপনাকে বিভিন্ন কারনে অকারনে হয়তো হা হুতাশ করতে হ্চছে নয়তো বিচারের দাবী রাস্তা বন্ধ কিংবা মানব বন্ধন করতে হচ্ছে। কারণ আইন আছে সত্য -কিন্তু প্রয়োগ নেই । বাস্তবায়ন নেই কিংবা আইনটি যথোপুযুক্ত নয় , তাই মানুষের সে আইনের প্রতি শ্রদ্ধা নেই ভয় নেই।
ধর্ষণের শাস্তি -ভারতে এক রকম ,পাকিস্তানে এক রকম ,সৌদিতে এক রকম ইরানে এক রকম ,ইউরোপে এক রকম আমেরিকাতে এক রকম।
খুনের শাস্তির বেলায়ও তাই।
কিন্তু আপনার ধর্ম কি বলে -একেক দেশে একেক আইনের কথা বলে ? উত্তর হবে না। হতে পারে বৌদ্ধ ধর্মে এক রকম ,খৃষ্ট ধর্মে এক রকম , হিন্দু ধর্মে এক রকম। মুসলিম ধর্মে এক রকম। যদি আপনি এটি বাস্তবায়ন করতে পারেন তাহলে পৃথিবীতে শান্তি আসলে নইলে যুগে যুগে স্থানে কালে আইনের পরিবর্তন করতে হবে কিন্তু শান্তি আসবে না।
0 মন্তব্যসমূহ