বিশ্বজুড়ে ধর্মান্তরিত হয়েছেন বহু তারকা -বাংলাদেশে দেব চৌধুরীর পরে কি পিনাকী ?

বিখ্যাত কয়েকজন ব্যক্তি যারা ইসলাম ধর্মের গুরুত্ব মহত্ব -মর্যদা -সততা এবং জীবন ব্যবস্থার উপর স্টাডি করে নিজ ধর্ম ছেড়ে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন  -এর মধ্যে সর্বশেষ সংযোজন ছিল -বাংলাদেশের ক্রীড়া  সাংবাদিক দেব চৌধুরী ভারতের তামিল তারকা -তালাপতি বিজয় । অনেকে হয়তো অবাক হয়েছেন কারণ বাংলাদেশের মুসলমানদের চরিত্র দেখে কেউ আকৃষ্ট হবে এটাও অবিশ্বাস তবে -দেশবাসী হয়তো একদিন চমকে যাবেন -যেদিন শুনবেন -সাংবাদিক পিনাকীও ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন।কারন তার কথা বলার ধরন এবং কোরানের উদৃতি মুসলমানদেরও ছাড়িয়ে
যায়। 

  এছাড়াও বিভিন্ন সময়ে বিভিন্ন দেশের বড় বড় তারকা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ ইসলাম ধর্ম গ্রহন করেছেন  ভারতে সর্বশেষ তামিল তারকা -তালাপতি বিজয় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন । বিশ্বে প্রতি বছর এ তালিকা প্রায় ৭০ হাজার ছাড়িয়ে যায়। নিম্নে কয়েকজন আলোচিত  ব্যক্তির ধর্ম গ্রহন ও  পরিচয় তুলে ধরা হলো - 

১.মোহাম্মাদ আলি (জন্মঃ জানুয়ারি ১৭, ১৯৪২)  একজন সাবেক মার্কিন মুষ্টিযোদ্ধা, ৩ বারের ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাপিয়ন এবং ওলিম্পিক লাইট-হেভিওয়েট স্বর্ণপদক বিজেতা। ১৯৭৫ সালে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নাম পরিবর্তন করেন। 

২.পাকিস্তানী খেলোয়াড় ইউছুপ উইয়ান্না -ধর্ম গ্রহন করার পর তিনি নাম রাখেন মোহাম্মদ ইউছুপ।

৩.শর্মিলা ঠাকুর: নন্দিত বাঙ্গালী হিন্দু তারকা শর্মিলা ঠাকুর ও নবাব মনসুর আলী খান পতৌদির প্রেম বহুল আলোচিত। দুজনের ভালবাসার গভীরতা এতটাই বেশি ছিল যে মনসুর আলী খানের প্রেমে পড়েই হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান ধর্মে রূপান্তরিত হন শর্মিলা ঠাকুর। ধর্মান্তরিত হবার পর তাঁর নাম করণ করা হয় আয়েশা। বলিউডের হালের জনপ্রিয় অভিনেতা সাইফ আলী খান, সাবা আলী খান ও সোহা আলী খান তাদের সন্তান।

৪.তামিল নায়িকা -মালিকা। মুসলমান হবার পর তার নাম দেয়া হয় রাহিমা। 

৫. টনি ব্লেয়ারের আপন শ্যালিকা -লরেন বুস -ইসলাম ধর্ম গ্রহন করেন। 

৬. মাইক টাইসন (জন্মঃ ৩০শে জুন ১৯৬৬ সাল)। একজন আমেরিকান, বিশ্বের সাবেক হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন মাইক টাইসন। তিনি ব্রুকলিনে জন্মান।৬ই মার্চ ১৯৮৫তে টাইসনের অভিষেক হয়। ১৯৯২ সালে ধর্ষণ কেলেঙ্কারিতে কারাদণ্ডে দণ্ডিত হন।এরপর তিনি ইসলাম ধর্মে ধর্মান্তরিত হন।

৭. এ আর রহমান ; পূর্ব নাম ছিল -এ.এস. দিলিপ কুমার মুধালিয়া। ১৯৮৯ সালে তিনি পরিবারের অন্য সদস্যদের নিয়ে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এরপরই নিজের নাম রাখলেন আল্লা রাখা রহমান, যা সংক্ষেপে এ.আর. রহমান।

৮. কবির সূমন: ২০০০ সালে কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনকে


বিয়ে করে -ধর্মান্তরিত হন সুমন চট্রোপ্যাধ্যায় । সম্প্রতি তিনি বলেছেন আমার মৃত্যুর পরে লাস যেন মুসলিম রীতিতে সমাহিত করা হয়। 

৯.মাইকেল জ্যাকসন ; ২০০৮ সালে ৫০ বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহন করেন। নুতন নাম দেন মিকাইল কিন্তু ধর্মান্তরিত হবার কয়েক মাস পরেই তার মৃত্যু হয়। 

১০. জেনেট জ্যাকসন : মাইকেল জ্যাকসনের বোন আমেরিকান কণ্ঠশিল্পী জেনেট জ্যাকসন ইসলাম ধর্ম গ্রহণ করেন ২০১২ সালে

১১. মমতা কুলকার্নি : ভারতের সুন্দরী অভিনেত্রী মমতা কুলকার্নি  ২০১৩ সালে ভিকি গোস্বামীকে বিয়ে করার সময় ইসলাম ধর্ম গ্রহণ করেন। 

১২. রাখি সাওয়ান্ত : ভারতীয় মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী রাখি সাওয়ান্ত মুসলিম হন ২০২২ সালে। তার প্রথম স্বামী নন-রেসিডেন্ট ইন্ডিয়ান রিতেশের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর আদিল খান দুররানিকে বিয়ে করতে ধর্মান্তরিত হন। পরে তার নাম হয় ফাতিমা দুররানি।

এ ছাড়াও দেশ বিদেশের শত শত তারকা ইসলামের ছায়াতলে আসেন। যেগুলো মিডিয়াতে ফলাও করে প্রচার করা হয়না। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ