হাতের কোন অংশে পঁচন বা সমস্যা দেখা দিলে কি আপনি হাত কেটে পেলবেন ?


আপনি কি কখনও শুনেছেন -ব্যাংকের অনাদায়ী ঋণের জন্য কাউকে বেঁধে রাখা হয়েছে ? ঘুষের কারণে কাউকে রাস্তায় পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে ? কোটি কোটি টাকা লোপাটের জন্য -গন-ধোলাই খেতে হয়েছে ? আমার মনে হয় শুনেননি।

এ পর্যন্ত কখনও কি দেখেছেন গাড়ীর কাগজপত্র না থাকায় -সে গাড়ীটি গুড়িয়ে দেয়া হয়েছে কিংবা ডাম্পিং ষ্টেশনে পাঠানো হয়েছে ? আমার মনে হয় দেখেননি।
কারণ এ গুলো হলো হ্যাডাম ওয়ালাদের।যারা উল্টো পথে গাড়ী চালালেও আমরা থামানোর পরিবর্তে স্যালুট জানাই। তাই আমরা এ গুলার দিকে কখনও হাত বাড়াইনা।
হাত বাড়াতে পারি এবং বীরত্ব দেখাতে পারি রিক্সা ওয়ালাদের সাথে। বড় বড় রেস্টুরেন্টে খেতে গেলে -বয়দের টিপস না দিলে আমাদের সম্মান থাকেনা। কিন্তু রিক্সা ওয়ালাদের সাথে ১০ টাকা নিয়ে ঝগড়া করতে আমাদের সম্মানে বাঁধেনা।
বলছি শহরে অটোরিক্সা নিয়ে। অটোরিক্সার জ্বালায় শহরবাসী অতিষ্ঠ। এগুলো বন্ধ করা জরুরী কিন্তু তাই বলে বিনা নোটিশে তাদের সর্বস্ব ধ্বংস করে দিবেন ?
আসলে অবস্থা এমন হয়েছে যে কোটি টাকা আত্মসাৎকারী শিক্ষিত চোরদের গাড়ী আর দামী স্যুট দেখলেই স্যার স্যার করে স্যালুট জানাই। আর মানিব্যাগ এবং কলা চুরি করা চোরকে গাছের সাথে বেঁধে পিটাই।
অটো বন্ধ করবেন -ভালো কথা।প্রথম অবস্থায়- চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেন। সতর্ক করেন -জরিমানা করেন ৫০০ টাকা করে। তাহলে তারা আর ভয়ে প্রধান সড়কে উঠবে না। কারণ তাদের প্রাত্যহিক আয় এক থেকে দেড় হাজার। এখান থেকে ৫০০ চলে গেলে তাদের টনক নড়বে কিন্ত তা না করে বিনা নোটিশে এদের অটো ধ্বংস করা বীরত্বের মধ্যে পড়েনা।
বস্তুত বড় বড় সড়কে চলার পারমিশন পেয়েই তারা লোন করে -টাকা জমিয়ে ,ছেলে মেয়েদের বৃত্তির টাকা চাকুরীর টাকা থেকে -খেয়ে না খেয়ে -কিংবা বসত ভিটা বিক্রি করে-একটা অটো কিনেছে কর্ম সংস্থানের জন্য ।এখন তাদের এ সম্পদটুকু ধ্বংস করে দিলে তাদের সংসার কে চালাবে ? তাই তাদের বাধ্য করতে হবে যাতে তারা প্রধান সড়কে অটো নিয়ে না আসে।
মনে রাখতে হবে তারা রাষ্টের বোঝা না -দুর্নীতিবাজ না -ঘুষখোর না -তারা খেটে খাওয়া মানুষ। তারা পরিশ্রম করে উপার্জন করে -তাদের টাকা ১০০% বৈধ। তারা এসি রুমে কলমের খোচা দিয়ে অবৈধ উপার্জন করেনা।
তাই শহরে হাজার হাজার অটো বন্ধ করতে হবে -আইন দিয়ে নিয়ম করে পর্যায় ক্রমে-গায়ের জোরে কিংবা বুলডোজার দিয়ে অটো ধ্বংশ করা অমানবিক।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ