সংস্কার চাইনা -উন্নয়ন চাই -কিন্তু সংস্কার ছাড়া কি উন্নয়ন সম্ভব ?

 


সরকারী সব অফিসের টয়লেট গুলো সংস্কার করুন -তাহলে ব্যবহারের উপযোগী হবে।

সংস্কার ছাড়া ব্যবহার করতে গেলে -টয়লেটের বাইরে বসতে হবে। ভাঙ্গা চেয়ার টেবিল গুলো সংস্কার করুন তাইলে বসার উপযোগী হবে।

দেয়াল গুলো সংস্কার করুন নইলে মাথায় আকাশ ভেঙ্গে পড়বে। অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা হাজার হাজার গাড়ীগুলো সংস্কার করুন তাহলে সরকারের কোটি কোটি রাজস্ব সাশ্রয় হবে।

নির্বাচন  কমিশনে হাজার হাজার কোটি টাকা দামে কেনা -ইবিএম মেশিন গুলো সংস্কার করুন তাহলে এগুলা ব্যবহারের উপযোগী হবে। কারণ অধিকাংশ মেশিনের বাটন চাপলে এখনও নৌকা বের হয়ে আসবে। 

ঢাকা শহরের অলিতে গলিতে মেইন রোডের পাশে ড্রেন গুলো সংস্কার করুন -জলাবদ্ধতা দূরিবীত হবে -মশাও উৎপাদনও কমবে। 

ট্রাফিক সিগনালের জন্য স্থাপিত বাতিগুলো সংস্কার করুন -জ্যাম কমবে -সিসি ক্যামরাগুলো সংস্কার করুন অপরাধ প্রবণতা কমবে। 

পর্যায়ক্রমে রাস্তা সংস্কার করুন -২০ ফিট রাস্তা -২০ফিট ফুটপাত না করে -৩০ফিট রাস্তা ১০ ফিট ফুটপাত করুন -জ্যাম কমবে হকারদের ফুটপাতে বসার সুযোগও কমে যাবে। 

অনেক অফিসে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা -ফটোকপি মেশিন -কম্পিউটার -লিফট -জেনারেটর -এসি -টিভি গুলো সংস্কার করুন -কর্মচারীরা কাজের গতি পাবে এবং সরকারী সম্পদের সৎ ব্যবহার হবে। 

হাসপাতালের জন্য কেনা কোটি কোটি টাকা দামের মেশিন -এক্সরে -প্যাথলজি -স্ক্যান -মেশিন গুলো সংস্কার করুন -তাহলে বহু মানুষের জীবন বাঁচবে।

সরকারী টাকায় কেনা -বিআরটিসির বাস গুলো সংস্কার করুন -তাহলে রাস্তায় গাড়ীর অভাব পূরণ হবে -মানুষের পরিবহন ভোগান্তী কমবে। 

ট্রেনের ইঞ্জিন -বগি- বন্দরে পড়ে থাকা লঞ্চ স্টিমার -পোর্টে পড়ে থাকা -ইউনাইটেড এয়ার সহ সকল বিকল হওয়া যানের সংস্কার করুন -দেশ এগিয়ে যাবে।

ঢাকা শহরে শত শত ফুট ওভারব্রিজ গুলো মাসে একবার হলেও সংস্কার করুন -তাহলে শহর পরিচ্ছন্ন হবে -মশার উপদ্রব কমবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ