বিশ্বের সর্ববৃহৎ জাহাজ টাইটানিক ১৯১২ সালে যখন যাত্রী বোঝাই করে আটলান্টিক মহাসাগরে পাড়ি দেবার পূর্বে প্রায় ২৫০০ যাত্রীদের উদ্দেশ্যে প্রধান ক্রু ঘোষণা দেন -ভদ্র মহিলা ও মহোদয়গন আপনারা এ জাহাজে সম্পূর্ণ নিরাপদ -স্বয়ং বিধাতা এলেও এ জাহাজের কোন ক্ষতি করতে পারবে না । অথচ কয়েক ঘন্টা পরেই বরফ খণ্ডের সাথে ধাক্কা খেয়ে প্রায় ৩০০০ ফিট গভীরে এ জাহাজটি ডুবে যায়।
মাইকেল জ্যাকশনের ব্যক্তিগত ডাক্তার ছিল কয়েকজন। রুটিন মাফিক খাওয়া দাওয়া -শরীর চেক আপ ব্যায়াম সব কিছুই চলতো ডাক্তারের পরামর্শে। যেখানে যেতেন যে দেশেই যেতেন -ব্যক্তিগত বিমান এবং ডাক্তারদের ছাড়া যেতেন না কোথাও। বাঁচতে চেয়েছিলেন ১০০ বছর। সে অনুযায়ী পরিকল্পনাও সাজান কিন্তু মাত্র ৫০ বছর বয়সে যখন তার হার্ট এটাকে মৃত্যু হয় -তখন তার পাশের রুমে দুজন ডাক্তার ছিলেন।
রবীন্দ্রনাথ ঠাকুর বাঁচতে চেয়েছিলেন শত বছর। তার কবিতা গানে এবং লেখনীতে সেটা প্রকাশ পায়। কিন্তু ৮০ বছর বয়সে তিনি পরলোক গমন করেন।
২০৪১ আসতে কত দেরি -এরই ফাঁকে কে বেঁচে থাকে কে মারা যায় -তার ঠিক নেই কিন্তু আওয়ামীলীগের সব পরিকল্পনাই ছিল -২০৪১ সালের আগে কেউ তাদের ক্ষমতা থেকে নামাতে পারবে না।
শেখ ফজলুল হক মনির -কু সন্তান । ব্যারিস্টার ফজলে নুর তাপস -বলিষ্ঠ কন্ঠে বলেছিলেন আগামী ৫০ বছরে কেউ আওয়ামীলীগকে ক্ষমতা থেকে নামাতে পারবে না। বিচার পতি সিনহাকে উদ্দেশ্য করে বলেছিলেন -আমরা প্রয়োজনে হলে এভাবেই ঘাড় ধরে নামিয়ে দিই -।
কাদের ভাইতো ব্যাঙ্গ করেই বলতেন -আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামানো এত সহজ নয়। আর কত মজার মজার ডায়ালগ।
কাঁঠালরানীতো মনে করতেন আমৃত্যু -ক্ষমতা তাদের জন্যই।বেশি কথা বললে খালেদা জিয়াকে আবার জেলে ডুকাবেন -ড.ইউনুসকে টুপ করে পদ্মা ব্রিজ থেকে নীচে ফেলে দিবেন -দাবী দাওয়া নিয়ে বেশি বাড়াবাড়ি করলে গ্যাস বিদ্যুৎ বন্ধ করে দিয়ে বসে থাকবেন। মনে হয়েছে সবার উপরে তিনি তার উপরে কেউ নাই কিন্তু পরিণীত হলো টাইটানিক এর মত।
তাই গুণীজন কহে বেশি অহংকার ভালোনা কারণ অহংকার পতনের মূল।
0 মন্তব্যসমূহ