আপনি শুনলে অবাক হবেন - কুমিল্লা মুরাদনগরে ধর্ষণের ঘটনা ঘটেছে বাংলাদেশে প্রথম। এ ধর্ষণের আগে বাংলাদেশে কোনদিন ধর্ষণ হয়নি তাই দেশপ্রেমিকরা পতাকা প্রেম প্রদর্শন করতেছে। আমিও পতাকা প্রেম দেখাইলাম এবং কিছু তথ্য দিলাম।
গত ১০ বছরের ধর্ষণের পরিসংখ্যান ২০১৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত বাংলাদেশের ধর্ষণের ঘটনা সংক্রান্ত কিছু তথ্য উপস্থাপন করলাম।
- ২০১৬ সাল ৪,৩৩১টি ধর্ষণের মামলা রেকর্ড করা হয়েছে।
- ২০১৭ সাল ৪,৬৮৩টি মামলা।
- ২০১৮ সাল ৪,৬৯৫টি মামলা।
- ২০১৯ সাল ৬,৭৬৬টি মামলা।
- ২০২০ সাল ৬,২২০টি মামলা (অক্টোবর পর্যন্ত)।
- ২০২১: সাল ৬,৩৪১টি মামলা।
- ২০২২ সাল ৪,৭৬২টি মামলা।
- ২০২৩ সাল ৫,২০২টি মামলা।
২০২৪ সালে এক হাজার ১৫১ জন নারী ও শিশুর প্রতি সহিংসতার ঘটনা ঘটেছে।
২০২৫ সালে বাংলাদেশে দুই মাসে নির্যাতিত ২৯৪ নারী, ধর্ষণের শিকার ৯৬
এই পরিসংখ্যানগুলো বিভিন্ন মানবাধিকার সংস্থা প্রতিবেদন। এর বা্ইরে কিছু বাড়িত কমতি হতেই পারে।
২০০২ থেকে ২০১৬ সালের মধ্যে ধর্ষণের মামলায় সাজা হয়েছে মাত্র ৩% ক্ষেত্রে। তাহলে কি ধর্ষণ নির্যাতনের মামলা গুলো মিথ্যা হয়ে গেল ?এরপরও ধর্ষন কমছে না ? এর উত্তর বা কারন হতে পারে তিনটি :-
(১) কিছু কিছু ক্ষেত্রে পুলিশ প্ররোচিত হয়ে রিপোর্টি দেয় হয়তো রাজনৈতিক চাপে কিংবা টাকার বিনিময়ে।এমন প্রতিবেদন তৈরি করে -যাতে আদালতের মনে হয় বিষয়টি মিথ্যা ।
(২) এসব ঘটনার প্রত্যক্ষ সাক্ষী পাওয়া যায়না বা কেউ সাক্ষী দিতে রাজী হয়না । (৩) কিছু কুলাঙ্গার উকিল আছে যারা কোন ভদ্র লোকের ঘরে জন্ম গ্রহণ করেনি। এরা টাকার জন্য ধর্ষকের পক্ষে আদালতে যুক্তি উত্থাপন করে -জামিন করিয়ে আনে ফলে ধর্ষনকে একটা অপরাধ না ভেবে অনেকে শিল্প ভাবে ।
আপনি লক্ষ করলে দেখবেন অধিকাংশ উকিলরা -হত্যা ধর্ষণ খুন -নারী নির্যাতন ,এসিড নিক্ষেপ ,নারীর উপর শারীরিক নির্যাতনের জন্য তেমন উচ্চবাচ্য করেনা -কারণ এসব বন্ধ হয়ে গেলে তাদের না খেয়ে মরতে হবে।
আপনি ধর্ষণের বিচার চাইবেন -আবার ধর্ষকের জামিনের জন্য -আদালতে দাঁড়াবেন -টাকার জন্য মামলাকে মিথ্যা প্রমানিত করবেন -তাহলে এ দেশে ধর্ষণ কমবে কেমন করে ?
একবারও কি আপনাদের মনে এ প্রশ্ন জাগেনা যে , সৌদি আরবে কেন -ধর্ষণ নারী নির্যাতন শিশু নির্যাতন চাঁদাবাজি চুরি হাইজ্যাক বাস ডাকাতি কিংবা খুন মার্ডার নেই ।
তাহলে আমাদের গলদটা কোথায় আইনে নাকি মানসিকতায় ? আসলে আমরা শান্তি চাই ধর্ষকে মৃত্যু দন্ড চাই কিন্তু আইন ও বিচার ব্যবস্থার পরিবর্তন চাইনা।
0 মন্তব্যসমূহ