এমপিদের নুন্যতম যোগ্যতা হওয়া উচিত -বি.এ পাস। তানাহলে তারা দেশের আইন প্রনেতা হবেন কি করে ?

 


আপনি পার্লামেন্ট সদস্য হবেন -কিন্তু আপনি বাংলাদেশের সংবিধান জানাতো দুরে থাক -পড়তেই পারেন না ।
২. আপনি রাষ্ট্র বিজ্ঞান জানেন না।
৩. আপনি সমাজ বিজ্ঞান /সমাজ কল্যাণ জানেন না।
৪. আপনি অর্থনীতি বুঝেন না ।
৫. আপনি ধর্মীয় মূল বিষয় গুলো জানেন না।
৬. আপনি ইংরেজি পড়তে জানেন না।
৭. আপনার আইন সম্পর্কে নুন্যতম জ্ঞান নাই ।
৮. আপনি রাষ্ট্র গঠনের মৌলিক উপাদান ,রাষ্ট্রের মূলনীতি ,নাগরিক অধিকার সম্পর্কে জানেন না।
৯.আপনি বিশ্ব রাজনীতি, অর্থনীতি এবং ভৌগলিক সীমা রেখা সম্পর্কে ধারনা রাখেন না -।
১০.আপনি নিজ ধর্মই পালন করেন না -ধর্মীয় হুকুম আহকাম /বিধি নিষেধ সম্পর্কে অজ্ঞ।
কিন্তু আপনি এমপি হতে চান -জনগণ আপনাকে ভোট দিলেই আপনি জনগণের ঘাড়ে চেপে বসবেন -কারণ -আপনার দরকার টাকার।আপনার দরকার ক্ষমতার -তাই কোন মতে নির্বাচিত হতে পারলেই--
# আপনার চেহারা বদলে যায় -
#গলার সুর পাল্টে যায় -
# জীবন ধারায় পোষাকে -পরিবর্তে আসে। আপনি হয়ে যান আভিজাত্য শ্রেনীর নাগরিক।
# আপনি সাধারণ থেকে অসাধারণ হয়ে যান।
# পাবলিক এর নাগালের বাইরে আপনাকে থাকতে হয় -কারণ
#নিরাপত্তা জনিত কারনে -বুলেট গ্রুপ গাড়ীর দরকার হয়।
#এসি বাড়ী/অফিসের দরকার হয়।
#মাঝে মাঝে বিদেশ যেতে হয় ।
#পার্লামেন্টের কাজে রাজধানীতে অবস্থান করতে হয়।
তাই জনগনের সাথে আপনার দূরত্ব বাড়তে থাকে।
আপনার ট্যাক্স ফ্রি বুলেট প্রুফ গাড়ী আমদানী করতে হয় ,ন্যাম ভবনে বাসস্থান হয় ,আত্মরক্ষার জন্য অস্ত্রের দরকার। নিরাপত্তার জন্য বডি-গার্ড দরকার। চলার জন্য ড্রাইভার দরকার। কাজ কর্মের তদারকির জন্য -পিএস দরকার হয়।
বছর বছর আপনার ব্যবসার উন্নতি হয় -ব্যাংক এ্যাকাউন্ট মোটা তাজা হয় । শরীর চেকআপের জন্য বিদেশী ডাক্তারের প্রয়োজন হয়। এমনি করে আপনি শাসক থেকে শোসক পরিনত হন। আপনাকে ক্ষমতার মোহ পেয়ে বসে। আপনি মানুষ থেকে দানবে পরিনত হন-আপনার নৈতিক অধঃপতন শুরু হয়ে যায়। কারন আপনার শিক্ষার অভাব। আপনার না আছে কোন নীতি না আছে শিক্ষা না আছে খোদা্ ভীতি ।
তাই এমপি হবার জন্য আপনার নুন্যতম যোগ্যতা হওয়া উচিত -স্নাতক পাস। তাহলে আপনি সুনাগরিক না হলেও শি্ক্ষা আপনাকে নৈতিক অধঃপতন থেকে কিছুটা হলেও রক্ষা করবে। আপনি শিক্ষীত সচিব -উপসচিব-ম্যাজিট্রেট কিংবা বিসিএস ক্যাডারদের সামনে চেয়ারে বসার যোগ্যতা রাখেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ