নিজেও সাংবাদিকতার সাথে জড়িত তাই কোন সাংবাদিককে গালি দেবার সাধ জাগলে নিজকে কট্রোল করার চেষ্টা করি। মাঝে মাঝে জিদের কাছে পরাজিত হই।আর ভদ্রভাবে গালি না দিলে শান্তি পাইনা।
এ যেমন ধরেন - সাংবাদিক #গোলাম ময়লা #রনি। এতদিন পর্যন্ত যারা তার বানী হজম করে আসছিলেন তারা এখন যদি উনার কথা শুনেন -তাহলে আপনার চান্দি গরম হতে বাধ্য। আসল কারণ হচ্ছে উনী বিএনপির নমিনেশন প্রার্থী একজন সাংবাদিক/গবেষক এবং কলামিস্ট ছিলেন। এখন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ বলে যখন তার আসনটা নড়েবড়ে হয়ে যাচ্ছে মর্মে সুবাতাস পাচ্ছিলেন -তখন তার গলার শুয়ার পাল্টে গেছে -কথা শুনলে আপনার মনে হবে আপনি এতদিন যা শিখে এসেছেন সব জলে গেল।
আরেক বুজুর্গানেদীন সাংবাদিক বাল (চুল) পাকনা #মাসুদ_কামাল -১৬ বছর প্রচুর প্রতিভা নিয়ে উনি ইঁদুরের গর্তে লুকায়িত ছিল -এখন চ্যানেল খুললেই দেখবেন -তিনি শেক্সপিয়রের ডেপুটি হিসাবে জ্ঞানের দোকান খুলে বসছে -তার থেকে এ দেশে কেউ বেশি বুঝেনা -তার পরামর্শ-নুযায়ী বিগত সরকার না চলাতে পালিয়ে গেছে এখন এ সরকারও তার কথানুযায়ী উঠবস করছে না বলে ব্যর্থ হতে চলেছে।
বিগত সরকারের একান্ত পোষ্যগত -সুবিধাভোগী সাংবাদিকের সংখ্যা নেহায়েত কম ছিলনা -যাদের মধ্যে চুন্নি সাহ গং দের অন্যতম সহযোগী ৭১ টিভির আলোচিত -সমালোচিত সাংবাদিক -#নবনিতা চৌধুরী। উনি এখন সম্ভবত দেশে নাই। তাই ইউটিউবের মাধ্যমে প্রচুর জ্ঞান বিতরণ করে যাচ্ছেন।
এতদিন ধরে উনি বলে আসছিলেন -দেশের কোন সংবাদ মাধ্যম এমনকি নিউজ চ্যানেলে প্রচার করেনি যে -বিগত সরকারের আমলে -দেশে রাতে ভোট হয়েছে। এগুলো জামাত বিএনপির প্রপাকান্ড। উনার মতে এত সহিহ -নিখুঁত -নির্ভেজাল হালাল ভোট পৃথিবীতে আর হয়নি।
সিইসি সামছুল হুদা এবার নিজেই স্বীকার করলেন -রাতের ভোটের কথা। এ বক্তব্য শুনার পর এখন এই বারবনিতা চৌধুরী কি বলবেন জানিনা।হে আল্লাহ এক জীবনে কত গালি সংবরন করতে পারে একটা মানুষ। আমার ধৈর্য্যের সীমা আরেকটু বাড়িয়ে দাও---।
যাকে আইডল মানতাম -সে সাংবাদিক মহিউদ্দীন চৌধুরী -উনি সম্প্রতি সক্রেটিস এর থিউরি দিলেন -চোর ধরতে হলে -বিএসএস দেয়া লাগবে -আপনি চোরকে দেখার পরও ধরতে পারবেন না -পুলিশ ছাড়া।
এ ধরনের কথা বার্তা শুনার পর -আল্লাহর কাছে শুধু প্রার্থনা করি -মাওলা প্রচুর ধৈর্য দাও -মুখ থেকে যেন বুমির মত গালি বের হয়ে না আসে । কারণ এটা কট্রোল করা খুব কঠিন। সাংবাদিকরা জাতির বিবেক। যদি মাঝে মাঝে তাদের মেধা চেতনা ভাইরাসে আক্রান্ত হয় সেটা ভিন্ন কথা। তবে সব সাংবাদিকের কথাই যে -অমৃত না সেটাও আপনি মানতে বাধ্য হবেন।
0 মন্তব্যসমূহ