সাংবাদিকদের কখনও ভারী গালি দিবেন না -দিবেন হাল্কা করে -যাতে বিবেক জাগ্রত হয়।

 


নিজেও সাংবাদিকতার সাথে জড়িত তাই কোন সাংবাদিককে গালি দেবার সাধ জাগলে নিজকে কট্রোল করার চেষ্টা করি। মাঝে মাঝে জিদের কাছে পরাজিত হই।আর ভদ্রভাবে গালি না দিলে শান্তি পাইনা।
এ যেমন ধরেন - সাংবাদিক #গোলাম ময়লা #রনি। এতদিন পর্যন্ত যারা তার বানী হজম করে আসছিলেন তারা এখন যদি উনার কথা শুনেন -তাহলে আপনার চান্দি গরম হতে বাধ্য। আসল কারণ হচ্ছে উনী বিএনপির নমিনেশন প্রার্থী একজন সাংবাদিক/গবেষক এবং কলামিস্ট ছিলেন। এখন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ বলে যখন তার আসনটা নড়েবড়ে হয়ে যাচ্ছে মর্মে সুবাতাস পাচ্ছিলেন -তখন তার গলার শুয়ার পাল্টে গেছে -কথা শুনলে আপনার মনে হবে আপনি এতদিন যা শিখে এসেছেন সব জলে গেল।

আরেক বুজুর্গানেদীন সাংবাদিক বাল (চুল) পাকনা #মাসুদ_কামাল -১৬ বছর প্রচুর প্রতিভা নিয়ে উনি ইঁদুরের গর্তে লুকায়িত ছিল -এখন চ্যানেল খুললেই দেখবেন -তিনি শেক্সপিয়রের ডেপুটি হিসাবে জ্ঞানের দোকান খুলে বসছে -তার থেকে এ দেশে কেউ বেশি বুঝেনা -তার পরামর্শ-নুযায়ী বিগত সরকার না চলাতে পালিয়ে গেছে এখন এ সরকারও তার কথানুযায়ী উঠবস করছে না বলে ব্যর্থ হতে চলেছে।

বিগত সরকারের একান্ত পোষ্যগত -সুবিধাভোগী সাংবাদিকের সংখ্যা নেহায়েত কম ছিলনা -যাদের মধ্যে চুন্নি সাহ গং দের অন্যতম সহযোগী ৭১ টিভির আলোচিত -সমালোচিত সাংবাদিক -#নবনিতা চৌধুরী। উনি এখন সম্ভবত দেশে নাই। তাই ইউটিউবের মাধ্যমে প্রচুর জ্ঞান বিতরণ করে যাচ্ছেন।
এতদিন ধরে উনি বলে আসছিলেন -দেশের কোন সংবাদ মাধ্যম এমনকি নিউজ চ্যানেলে প্রচার করেনি যে -বিগত সরকারের আমলে -দেশে রাতে ভোট হয়েছে। এগুলো জামাত বিএনপির প্রপাকান্ড। উনার মতে এত সহিহ -নিখুঁত -নির্ভেজাল হালাল ভোট পৃথিবীতে আর হয়নি।

সিইসি সামছুল হুদা এবার নিজেই স্বীকার করলেন -রাতের ভোটের কথা। এ বক্তব্য শুনার পর এখন এই বারবনিতা চৌধুরী কি বলবেন জানিনা।হে আল্লাহ এক জীবনে কত গালি সংবরন করতে পারে একটা মানুষ। আমার ধৈর্য্যের সীমা আরেকটু বাড়িয়ে দাও---।

যাকে আইডল মানতাম -সে সাংবাদিক মহিউদ্দীন চৌধুরী -উনি সম্প্রতি সক্রেটিস এর থিউরি দিলেন -চোর ধরতে হলে -বিএসএস দেয়া লাগবে -আপনি চোরকে দেখার পরও ধরতে পারবেন না -পুলিশ ছাড়া।

এ ধরনের কথা বার্তা শুনার পর -আল্লাহর কাছে শুধু প্রার্থনা করি -মাওলা প্রচুর ধৈর্য দাও -মুখ থেকে যেন বুমির মত গালি বের হয়ে না আসে । কারণ এটা কট্রোল করা খুব কঠিন। সাংবাদিকরা জাতির বিবেক। যদি মাঝে মাঝে তাদের মেধা চেতনা ভাইরাসে আক্রান্ত হয় সেটা ভিন্ন কথা। তবে সব সাংবাদিকের কথাই যে -অমৃত না সেটাও আপনি মানতে বাধ্য হবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ