আপনি যদি কাউকে সম্মান করেন -তাহলে কেউনা কেউ আপনাকে সম্মান করবে। বা কারা দ্বারা হলেও আপনি সম্মানিত হবেন।
আর আপনি যদি কাউকে অসম্মান করেন -কারো ক্ষতি করেন- কাউকে খুন করেন -কেউনা কেউ আপনার ক্ষতি করবে কিংবা নিয়তিই আপনার পরিণতি ঠিক করে দিবে।
যার কারণে দেখবেন -যারা সন্ত্রাসের পথে পা বাড়ায় -কাউকে খুন করে এদের পরিণতি কখনও ভালো হয়না এরাও কারো দ্বারা খুন হয়।
আপনি কি মনে করেন ওসি প্রদীপ নিরপরাধ লোক ছিল। সে কারো ক্ষতি করেনি -তার ইশারায় কোন মায়ের বুক খালি হয়নি ? বহু হয়েছে কিন্তু কেউ তার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করার সাহস করেনি। মেজর সিনহা কান্ডে সে ফেঁসে না গেলে এতদিনেও কেউ বিশ্বাস করতো সে কত জগন্য মানুষ ছিল। কিন্তু তার কৃতকর্মের কারনেই নিয়তি তার পরিনতি যখন অপরিহার্য করে দিয়েছে তখনই -মেজর সিনহাকে শিকার বানিয়েছে। শতকের উপরে মায়ের বুক খালি করা ওসি নিজেই এখন ফাঁসি কাস্টের আসামী।
আপনি কি মনে করেন -বেনজির আহমেদ নিরপরাধ ? তার ইশারায় কোন হত্যাযজ্ঞ হয়নি -মানুষকে জিম্মি করে টাকা আদায় করেনি ? অস্ত্রের মুখে ক্ষমতা বলে কাউকে -বসত বাড়ী থেকে উচ্ছেদ করেনি ? কিংবা প্যাচে পেলে অন্যের সম্পত্তি ফিল্মই কায়দায় নিজের নামে লিখে নেয়নি। ফিল্মে কিংবা নাটকের নায়িকাদের গডফাদার সাজেনী ? একটি বাহিনীর প্রধানের কি করে ৩৩টা ব্যাংক এ্যাকাউন্ট থাকে ? কি করে উনি হাজার হাজার কোটি টাকার মালিক হলো -ক্ষমতার অপব্যবহার ছাড়া ?
আমরা এতদিন ভেবেছিলাম হয়তো উনার একদিন বিচার হবে -কিংবা বিচারের আগে উনি দেশ ছেড়ে পালাবে -কিন্তু বিধিবাম। যে সরকারের পৃষ্ট পোষকোতায় দুধে ধোয়া তুলসীপাতা সেজে -সম্পদের পর্বত তৈরি করেছেন -সে সরকারের আমলেই -তার সম্পত্তি বাজেয়াপ্ত হতে শুরু করেছে। সময়ের অপেক্ষা শুধু তার পরিণতি এবং বিচার কি হয় দে দেখবে এ দেশের মানুষ ?
আপনি কি মনে করেন যশোরে নিহত এমপি আনোয়ারুল আজিম এ নৃশংস ঘৃনিত পৌচাশিক হত্যার পিছনে সম্পত্তি ,নারী ,অর্থ লিপ্সা ক্ষমতা দায়ী নয় ? শুধু অপেক্ষা করুন -সময় বেরিয়ে আসবে সব (চলবে )

0 মন্তব্যসমূহ