আপা আসলে উঠবেন কোথায় ?


 পাগলীটা প্রচণ্ড অভিমান নিয়ে দেশ থেকে চলে গেছে- এক বছর হয়ে গেলো। কোথায় আছে কেমন আছে -কি খাচ্ছে না খাচ্ছে কিছুই জানিনা।

তাকে যে প্রতিটা দিনে প্রতিটা কর্মে স্মরণ করি সেটা কি সে জানে ? টিভির পর্দা ,সোসাল মিডিয়া ,মেট্রোরেল, ৩০০ ফিট হাইওয়ে ,কর্ণফুলী টানেল ,এলিভেটর এক্সপ্রেস, সংসদ, সুধা সদন, গন ভবন, ধানমন্ডি ৩২ নং, নতুন বিমান বন্দর -যেদিকে তাকাই শুধু তার ছবি ফুটে উঠে ।
তাই বলছিলাম যা হবার হয়েছে -অভিমান ভেঙ্গে পরবাসে না থেকে নিজের বাপ দাদার ভিটিতে চলে আয়।পরের বাড়ীতে এতদিন কেউ থাকেনারে বোন।তাতে নিজেদের সম্মান খাটো হয়। তোর বাপের ভিটা নাইতো -কি হয়েছে ভাইদের ভিটা মাটিতো আছে তাইনা ?
শুনে পাগলিটা স্বজন হারানোর বেদনায় ঠুকরে কেঁদে উঠলো -বললো তুম্রা এত গুলা ভাই থাকতে আমার বাপের ভিটা কি করে ধ্বংস করে ? তুমাদের জন্য কি আমি কিছুই করি নাই ----।
বললাম আমরা কি চেষ্টা কম করেছি ? তুমার মততো আজ আমরাও ভিটেমাটি ছাড়া। ভিটে মাটিতে থাকলে কাউকে-তো কাছেই ঘেঁষতে দিতাম না। দ্বিতীয় শাপলা ছত্তর ঘটিয়ে দিতাম। প্রয়োজনে -#তারেক_সিদ্দীকি, #জিয়াউল_আহসান, #হাউন #বেনজিরকে দেশে ফিরিয়ে আনতাম। এখন তুমি দেশে আস সব বেঈমানদের জন্য আমরা আবার #আয়না_ঘর এবং #ভাতের_হোটেল চালু করবো।
পাগলিটা এবার একটু রেগে বললো, আমি কি সাধে এখানে পড়ে আছি।শত হলেও এখানে আমি মেহমান। যা খুশী তাই করতে পারিনা। আমরাতো দেশে আসার জন্য প্রাণটা ছটফট করে।তোমাদের জন্য প্রানটা কাঁদে। আসলে তোমাদের দিয়ে কি হবে আমি জেনে গেছি সাধ্য থাকলে তোমাদের গ্যাস পানি বিদ্যুৎ এখনই বন্ধ করে দিতাম। তাই আমি অন্য পন্থায় দেশে আসার চেষ্টা করতেছি।
আমার সোনার ছেলেরা -গোপালগঞ্জে অল্পের জন্য ব্যর্থ হয়েছে তাতে কি হয়েছে।তারা দমে যাবার পাত্র নয়। সেনাবাহিনীর কিছু অফিসার ,কৃতজ্ঞ কিছু পুলিশ, গৃহপালিত কিছু সাংবাদিক ,টিভি চ্যানেল ,পত্রিকার মালিক ,কিছু আইনজীবী ,বুদ্ধিজীবী ,মিডিয়া-কর্মী ,রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্নেহধন্য নেতা কর্মী আছে -তারা নিরলস ভাবে চেষ্টা করে যাচ্ছে।
এ ব্যাপারে আত্মীয় স্বজনের দেশ থেকে আমাকে জানানো হয়েছে তারা সার্বিক পরিস্থিতির উপর কঠোর নজর দারি রাখছেন। প্রয়োজনে টাকা পয়সাও তারা দিবে। তাদের গ্রিন সিগনাল পেলেই দেখবি-চট করে একদিন চলে আসবো।
৩২ নং এবং গন ভবনে যেহেতু থাকার জায়গা নাই তাই ভাবছি। মীর্জা ফখরুলের বাসায় গিয়ে উঠবো। উনি ভদ্র লোক তার বাসায় গেলে সে আমাকে ফিরিয়ে দিবেনা।
কি ফখরুল সাহেব ! আমাদের আপা আসলে জায়গা দিবেনতো ?
(পুরাটাই কাল্পনিক )

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ