আগেইতো ভালো ছিলাম -এ গুলা নিয়ে কেউ প্রশ্ন করতো না।

 


জান্নাত থেকে পালিয়ে আসা নাসার চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার এর সামান্য আমলনামা

১.গুলশান-১ এর ১২ তলা বিশিষ্ট ২ টি বিল্ডিং (ব্যাংক বিল্ডিং) রয়েছে।
২. গুলশান-১ এ দখলকৃত বাসা যেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
৩. গুলশানে ১ বিঘা জমি রয়েছে যা পারটেক্স গ্রুপ এর নিকট থেকে কেনা।
৪. গুলশানে নিকেতনে ১০ বিঘা জমি।
৫. গুলশানে শান্ত মারিয়ম এর পাশে বাউন্ডারি করা আনুমানিক ১০ বিঘা জমি।
৬. তেজগাঁও ইন্ডাস্টিয়াল এরিয়া মহাখালী বাস স্ট্যান্ড এর পাশে ৩ বিঘা জমির উপর নাসার হেড অফিস।
৭. তেজগাঁও আড়ং এর বিপরীতে ৭ বিঘা জমি।
৮. আড়ং এর পাশে লাগোয়া গাজী গ্রুপ থেকে ক্রয় করা ৭ বিঘার প্লট।
৯. হাতিরঝিলের প্রজেক্টে বড় ২টি খেজুরের ডিপো যাতে ১০-১২ কোটি টাকার খেজুর রয়েছে।
১২. মহাখালী ডিওএইচএস এর মসজিদের পাশে ১০ কাঠা জমির উপর বাসা ।
১৩. পূর্বাচলে ২০ টি প্লট যা তার নিজের ও তার পরিবারের নামে। দুদক ৪/৫ টা ক্রোক করেছে।
১৪. পূর্বাচলে ২.৫ বিঘার উপরে একটি হাসপাতাল (নার্সিং ইন্সটিটিউট এবং হাসপাতাল)
১৫.৩০০ ফিট এলাকায় ২ বিঘা জমি যা ল্যান্ডস্কেপিং করা।
১৬. মসুল (জলসিঁড়ি) নীলা মার্কেটের সামনে পুলিশ হাউজিং এর বিপরীতে ৩০/৪০ বিঘা জমি।
১৭ . নেভির পাশে ৩০০ ফিট এ ৩০/৪০ বিঘা জমি।
১৮. জলসিঁড়ির, সেক্টর-১৭'তে একটি কাঁচা মার্কেট ।
১৯. মেয়ে আনিকার নামে একাধিক প্লট ও পরিবারের সকলের বিপুল সম্পদ।
২০. মেঘনাঘাটে একটি ওয়ার হাউজ এবং পেট্রোল পাম্প আছে।
২১. ঠাকুরগাঁওয়ে ৩০০ বিঘা জমি ।
২২. দুবাইতে খেজুর বাগান এবং দুবাই রিসোর্ট।
২৩. চাঁদপুরে বিশাল মার্কেট।
২৪. চব্বিশ (২৪) কোটি টাকার Provident Fund (Exim Bank) ।
২৫. জলসিড়ি সেক্টর-১৭ এ ২.৫ বিঘা জমির উপর ১০০ কোটি টাকা মূল্যের মার্কেট।
২৬. জলসিড়ি-২ নং সেক্টরে ৮টি প্লট (সাইজ ২০-২৮ কাঠা)। যার মধ্যে ২ টি কর্ণার প্লট।
২৭. বিজিএমইএ এর উত্তর পাশে দিয়া বাড়ীতে ৩টা প্লট মিলে একটা ৪.৫ বিঘা জমি যেখানে সুইমিং পুল,এবং গেষ্ট হাউজ যার মূল্য ৪০০ কোটি টাকা।
২৮. উত্তরা মাসকট প্লাজার পশ্চিমে ফার্নিচারের দোকান এবং উত্তরা সেক্টর-১৩ (সোনারগাঁ জনপদ) একটি প্লট।
২৯. মেঘনা ঘাটে ১০ বিঘার জমি।
৩০. সৌদি আরবে তার বিনিয়োগ এবং আর্থিক বিধি লংঘনের কারনে সেদেশে তার অনুপ্রবেশ নিষিদ্ধ হওয়ার বিষয়টি কেউ উল্লেখ করছেন না।
(সূত্র: দৈনিক ইত্তেফাক, ১৬ সেপ্টেম্বর ২০২৫, বুধবার) #কপি_পোষ্ট

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ